বিশ্বনাথে আসছেন গিয়াস উদ্দিন আত্ তাহেরী

ইমাম হোসাইন (রা.) ইসলামি সুন্নী সংস্থার উদ্যোগে এ মাহফিল অনুষ্টিত হচ্ছে। উক্ত মাহফিলে বয়ান পেশ করবেন, নরশিংদী হাড়িসাংগান পুরাতন বেলাব জামে মসজিদের খতিব, মাওলানা ক্বারী মাহফুজুর রহমান জালালী, সত্তিশ হাজী তুরাব উল্লাহ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আমির উদ্দিন, হাফিজ ক্বারী ফয়ছল আহমদ আটপাড়া, হাজী তুরাব উল্লাহ ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ক্বারী শফিকুর রহমান।
এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবুল কালাম। ইতিপূর্বে মাহফিলের সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মো: বুরহান উদ্দিন।