বিশ্বনাথে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনতাইয়ের ঘটনায় দুদু মিয়া (২৭) নামে আরেক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্ধ (বিলপার) গ্রামের মন্তাজ আলীর ছেলে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর-বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় লাল দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, শুক্রবার সকালে দুদু মিয়াকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।