গোয়াইনঘাটে মসজিদের পুকুরে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন’র বাজার জামে মসজিদের পুকুরে ভাসমান এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) ফজর নামাজ শেষে মুসল্লিরা মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় এলাকারবাসি এসে লাশটি সনাক্ত করেন ৷ মৃত ব্যাক্তির নাম নুরুল আমিন( ১৮) সে ডৌবাড়ী ইউনিয়নের বরইতলা গ্রামের মঈনউদ্দিনের পুত্র৷ স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটি ফতেপুর বাজার আল-মদীনা রেস্টুরেন্টের কর্মচারীর কাজ করতো। হোটেল মালিক আমির উদ্দিন যানায় গত সোমবারে আনুমানিক সকাল ১০ঘটিকায় সময় ছেলেটি তার পরনের কাপড় ও সাবান নিয়ে গোসলে যায়। দীর্ঘক্ষণ পরেও ছেলেটি হোটেলে ফিরে না আসায় হোটেল মালিক অনেক খোঁজাখুঁজি করেন। পড়ে পুকুর পাড়ে গিয়ে ছেলেটির কাপড় ও সাবান দেখতে পান। পরে হোটেল মালিক মৃত নুরুল আমিন এর বাড়িতে খবর দেন। পরে মৃত নুরুল আমিনের আত্মীয় স্বজনরা বিগত তিন যাবত খোঁজা খোঁজি করেও তার কোন সন্ধান পাননি । এবিষয়ে ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে ৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url