সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা হাজারী গ্রেফতার

সিলেট প্রতিনিধি :: মহানগর পুলিশের একটি চৌকস দল সিলেটের খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ আব্দুর রহিম হাজারী (৩৮) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার মৃত সোলেমান হাজারীর (মেম্বার) ছেলে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। সোমবার (৪ জানুয়ারি) রাতে খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url