জকিগঞ্জে বইছে নির্বাচনী আমেজ, প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্দ

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারী) বিকেল ৩টার দিকে সিলেটে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ জগ পেয়েছেন, উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নারিকেল গাছ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক পেয়েছেন লাঙল, বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা পেয়েছেন চামচ, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান পেয়েছেন মোবাইল, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন হেঙ্গার প্রতীক।
এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ৯ জন সংরক্ষিত কাউন্সিলর বিভিন্ন প্রতীক পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সোমবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। ফলে জকিগঞ্জ পৌরসভাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৌর এলাকা জুড়ে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে।
Next Post Previous Post