কয়েদীদের জন্য “নিসচা” সিলেট মহানগরের শীতবস্ত্র প্রদান

শীতবস্ত্র গ্রহনকালে তিনি কারাগারে অসহায় ও দরিদ্র কারাবন্দীদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভুয়সী প্রশংসা করেন এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান।
শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফয়েজ আহমদ, মো. নওশাদ আহমদ, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সদস্য এমএ হান্নান শিপন, সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন প্রমুখ।