জাফলংয়ে ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফারদের সাথে ওসি আব্দুল আহাদের মত বিনিময়
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের ফটোগ্রাফার ও ট্যুরিষ্ট গাইডদের সুরক্ষায় কাউন্সেলিং, দিক নির্দেশনামূলক এবং আইনশৃংখলা উন্নয়নে বিহীত পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন’র পরিচালনায় স্থানীয় ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমিতির দুই শতাধিক সদস্য নিয়ে আইনশৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ রতন শেখ, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শ্রী শেরগুল গোসাই, জাফলং ভিউ মার্কেটের পরিচালক ওমর ফারুকসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ট্যুরিষ্ট গাইড ও ফটোগ্রাফার সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আবুল হোসেন, আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর সানী, গোয়াইনঘাট থানার এএসআই রুহুল আমিন, জাফলং ট্যুরিস্ট পুলিশের এএসআই আবু সালেহ, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হোসেন মিয়াসহ স্থানীয় এলাকার রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, গত কয়েকদিন আগে জাফলংয়ের পর্যটন কেন্দ্রে ১৩ বছর বয়সী উজ্জ্বল নামের এক ফটোগ্রাফারকে নির্মম ভাবে হত্যা করে। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হন । তিনি বলেন গোয়াইনঘাট উপজেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে এরকম দুর্ঘটনা যেনো আর না ঘটে সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ফটোগ্রাফারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলে প্রশাসনের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কোন মতেই আগত পর্যটকদের হয়রানী করা যাবেনা। তাদের রুচিশীল অনুযায়ী ফটো তুলে দিতে হবে। এই এলাকায় কোন রকম দুর্ঘটনা ঘটলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ বা থানা পুলিশকে অবগত করবেন। সভায় ফটোগ্রাফারদের আইডি কার্ড, নির্ধারিত পোশাক, হোয়াটসআপ গ্রুপ খোলার বিষয়ে আলোচনা হয়। প্রত্যেক ফটোগ্রাফার পর্যটকদের সেবা প্রদানে গাইড ও ছবি তুলতে যাওয়ার পূর্বে অবশ্যই হোয়াটসআপে পর্যটকসহ তাদের ছবি প্রদান করে যেতে হবে। এছাড়াও পর্যটক ও ফটোগ্রাফারদের উন্নয়নে বিভিন্ন আলোচনা করা হয়েছে।