বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে : মাহমুদ উস সামাদ এমপি
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকার যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি। তিনি বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দিতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যাবহার করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট টু মাইজগাঁও মাহমুদ উস সামাদ চৌধুরী সার্কুলার রোড আরসিসি ঢালাই শেষে যান চলাচলের জন্য খুলে দেয়া উপলক্ষে স্থানীয় মাইজগাঁও বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ,ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা ইয়াসমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত ইসলাম, বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব সাহিদ উস সামাদ চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, সিরাজুল ইসলাম চৌধুরী, শাখাওয়াত হোসেন তরু, মামুন আহমদ নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, নজরুল ইসলাম মিফতার, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ, আবু মিয়া, শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী সিবিএর সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সিবিএ নেতা আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু, যুবলীগ নেতা পারভেজ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মীদের নিয়ে গাড়ি চালিয়ে মাইজগাঁও বাজার সভাস্থলে পৌছেন।