শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা করার কোন বিকল্প নেই : চেয়ারম্যানঃ ডালিম

এস আই সুমন,স্টাফ রিপোর্টার : শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা করার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। লেখাপড়ার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন কথা গুলা বলেন অনুষ্ঠানের উদ্বোধক শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। শুক্রবার (১৩অক্টোবর) বিকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখেরকোলা ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল আলম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, সাবেক চেয়ারম্যান নজমল হোসেন বকুল, ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান পিটার, শেখেরকোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর্জা হাকিম, সাধারণ সম্পাদক মোকলেছার রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম মাছুম, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বাদল হাসান, জাহিদুর, রুবেল হোসেন, জালু, খেলার ধারাভাষ্য গোলাম রব্বানী, রিফারী আব্দুল মোমিন, ছনি, জহর। খেলায় অংশ গৃহনকারী দল ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ও ২০১৯ সালের এসএসসি ব্যাচ।

Next Post Previous Post