কক্সবাজারে ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ তিন মাদককারবারী আটক

আমিনুল কবির,কক্সবাজার : কক্সবাজারের রামু বাইপাস ফুটবল চত্বর এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়। তারা হলেন, রামু রাজারকুল এলাকার মোহাম্মদ নবী পুত্র মনজুর আলম (৩৮), পূর্ব মরিচ্যা কাটারিয়া এলাকার সোনা আলীর পুত্র আক্তার হোসেন ও হলদিয়া পালং ৩নং ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার মৃত শেহাব আলীর পুত্র জাফর আলম (৬০)। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন রামু সিটি পার্কের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Next Post Previous Post