গোবিন্দগঞ্জে ৫ জুয়াারু ডিবি পুলিশের হাতে আটক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহাদেবপুর এলাকার মোঃ আনারুল ইসলাম (৫০) পিং নয়া মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে তার বসত বাড়ির একটি ঘরে জুয়া খেলার আয়োজন করে আসছে। বিভিন্ন এলাকায় হতে লোকজন ও জুয়াড়িরা জুয়ার আসরে আসতে থাকে, ফলে জুয়া খেলায় তাদের সর্বস্ব খুইয়ে পরিবারের উপর নানাবিধ সমস্যার সৃষ্টি হতে থাকে। এলাকায় প্রায় সময় সামাজিক সমস্যা দেখা দিলে বিষয়টি ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারিতে আসে।
জুয়ারুদের আটক হওয়ার সংবাদ পেয়ে এলাকার লোকজন গণ্যমান্য ব্যক্তি, ইউ,পি সদস্যগণ ও তাদের আত্মীয়-স্বজন ছুটে আসে এবং তাদের জুয়া খেলার আসক্তির বিষয়ে ধিক্কার জানায় ।
এলাকাবাসী জুয়া ও মাদক মুক্ত করার বিষয়ে প্রশাসনের সর্বক্ষণই প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি জানান,আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ২৭ তারিখ ১১/১১/২০২০ ধারা ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারা মামলা রুজু করা হয়েছে।