নবাবগঞ্জে আশুড়ার বিলে অনশনরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলের আবাদি জমি রক্ষা ও বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে আট দিন ধরে অনশন কর্মসূচি পালন করে আসছেন আশুরার বিল পাড়ের কয়েক হাজার ভুক্তভোগী চাষি পরিবারের নারী-পুরুষ শিশুরা। এদিকে অনশনরত অবস্থায় গোলাপ সরকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও অনশনরত আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনরত অবস্থায় গোলাপ সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আজ শুক্রবার সকাল ১০ টায় তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত গোলাপ সরকার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর আদর্শগ্রামের মৃত জব্বার সরকারের ছেলে। গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে আবাদি জমি রক্ষা ও আশুরার বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু অনশন করছেন। আজ শুক্রবার সকাল থেকে তারা মাথায় কাফনের কাপড় পড়ে আশুরার বিলে অনশন করছেন