রায়হান হত্যা মামলা : পিবিআই নতুন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ হোসাইন

এদিকে, রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করায় ৫৪ ধারায় আটককৃত সাইদুর শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন- কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র। তিনি জানান- মো. আফজাল হোসেন আলাল নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তার বাড়ী সিলেটের জকিগঞ্জ উপজেলায়। মামলায় বাদী সাইদুর শেখের বিরুদ্ধে মুদ্রা প্রতারণার অভিযোগ এনেছেন।
এছাড়া রায়হান হত্যা মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দুই দফায় ৮ দিন করে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আর গ্রেপ্তার অপর আসামী ৫ দিনের রিমান্ডে ছিলেন। তবে রিমান্ডে থাকা এএসআই আশেক ই এলাহী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে এই মামলায়, বন্দর বাজার ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। তবে, মূল সন্দেহভাজন এসআই আকবরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।