প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন বেবী ও মরিয়ম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের উদ্দ্যেগে প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন বেবী ও মরিয়ম নামের দুই প্রতিবন্ধী বোন। তারা দু’জনেই হাকিমপুর পৌরসভার ৫নং ওর্য়াডের মৃত মুন্নাফের মেয়ে। ছোট থেকেই তারা দুই বোন প্রতিবন্ধী।
বেবী ও মরিয়ম মা সাহিদা বেগম জানান,কয়েক বছর ধরে আমার দুইটি প্রতিবন্ধী মেয়ের কার্ডের জন্য বিভিন্ন দরবারে ঘুরেছি,কিন্তু কেউ আমার মেয়েদের ভাতার কার্ড করে দেয়নি। অবশেষে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত কাছে কার্ডের জন্য আবেদন করলে তিনি দ্রুত আমর মেয়েদের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেন।
সুরুজ নামের স্থানীয় এক ব্যক্তি জানান,আমার প্রতিবেশী মরিয়ম ও বেবী। তারা অনেক কষ্টে চলাফেরা করে এবং হাকিমপুর মহিলা কলেজে অর্নাসে লেখাপড়া করে। কার্ডের জন্য তারা অনেক ঘুরাঘুরি করেছে। অবশেষে পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত তাদেরকে কার্ড করে দিয়েছে। তাদের জন্য অনেক ভালো হয়েছে।
এদিকে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, পৌরসভায় বসবাসরত সকল ভাতাভোগীদের আমরা বিনা পয়সায় ভাতার কার্ড করে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় বেবী ও মরিয়ম আবেদন করলে তাদের দুজনকেই কার্ড দেওয়া হয়। আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে।