লক্ষণখোলায় ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের ১১বীরকে সংবর্ধণা
স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের বন্দরে ১১ নিবেদিত সৈনিককে সম্মাননা দিয়েছে ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ। করোনা প্রেক্ষাপটে জীবনবাজী রেখে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী স্বপ্নীল দাশ নিলয়ের নির্দেশে ১১ ওই বীরকে এ সম্মানে ভূষিত করা হয়। রোববার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ বন্দরের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওরা ১১জনের হাতে সম্মামনা স্মারক তুলে দেন সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি পরিচালক এস এম মোক্তার হোসেন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। স্বাস্থ্যবিধি বজায় রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ এডিটর’স ক্লাবের সভাপতি বাবু শ্যামল কুমার দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেনন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির উপদেষ্টা ছাত্রবীর অনাবিল দাশ নির্ঝর। এছাড়া অনুষ্ঠানে সম্মনিত মেহমান হিসেবে ছিলেন মিডিয়া ভিশন কালচারাল একাডেমির পরিচালক সোনিয়া আহমেদ।