দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২০ পালিত

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকগণের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরে দিবসটি পালন করা হয়।
৫ অক্টোবর, ২০২০ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে দিনাজপুর বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে ” শিক্ষক সমাবেশ ” অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি-দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক।
” মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ চাই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি-দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ-সম্পাদক মোঃ লোকমান হাকিম‌ ও রানীরবন্দর মহিলা কলেজ এর সিনিয়র প্রভাষক মাহমুদুল হক (কোরায়শী) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-জেলা শাখার সভাপতি, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি-জেলা শাখার আহবায়ক প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক মোঃ মাতলুবুল মামুন। এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর রজব আলী মোল্লা, দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. ‌এম খালেকুজ্জামান রাজু, শংকরপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সোলায়মান সরকার, দক্ষিণ কোতয়ালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শমসের জামান, শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মস‌উদ আলম‌, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ও আসন্ন উপজেলা পরিষদ এর উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগ।
আলোচনার পূর্বে দিনাজপুর সুইহারী সংগীত নিকেতন এর পরিচালক সনৎ চক্রবর্তী লিটু’র পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আলোচনার শেষে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকগণের সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

Next Post Previous Post