গোবিন্দগঞ্জে ৩ টি অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানবিক ও সেবামূলক কাজ করে প্রশংসা কুঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাম কৃষ্ণ বর্মন তার এসব কাজে উপজেলাবাসী অনেকটা আস্থা অর্জন করতে পেরেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ) শিবপুর ইউনিয়নের মহাদেবপুরে দুপুরে ৩ জন প্রতিবন্ধী শাহ আলম, শ্রী মাত্তন, আউয়ালের জীবিকার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে ১ টি আটো চার্জার ভ্যান, ২ টি মুদি দোকান করে দিয়ে তিনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন। দুপুরে জেলা প্রশাসক আব্দুল মতিন মহাদয় দোকান ও চার্জার ভ্যানের চাবি তাদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী, প্রতিবন্ধীরা বলেন জেলা প্রশাসক স্যার, ইউ এনও স্যার ও ভূমি অফিসার স্যার সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, আমরা প্রতিবন্ধী মানুষ। আমরা যে এতো বড় সরকারী সহায়তা পেতে পারি তা কোনদিনও কল্পনাও করিনি। আল্লাহর রহমতে এখন থেকে আমাদের দিনকাল ভালই কাটবে।