গোয়াইনঘাটে দুই কিশোরের আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর ও পান্ততুমাইয়ে পৃথক দুটি আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যাকারী ওই দুই কিশোর হলো আনোয়ার হোসেন আনুর ছেলে ছইফ উদ্দিন (১৪)। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সোনারহাট স্কুল সংলগ্ন এলাকার একটি গাছে গলায় গামছা বেঁধে ফাস লাগিয়ে ছইফ উদ্দিন আত্মহত্যা করে। পরে রোববার সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। অন্যদিকে সুলতান আহমদ (১৮) নামের অপর এক কিশোরের বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে পান্তুুমাই এলাকার খলিলুর রহমানের ছেলে। গতকাল রোববার (৪ অক্টোবর) সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দুই কিশোরের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের ফরেনসিক ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ সাংবাদিকদের কাছে ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা কি কারণে আত্মহত্যা করেছেন তার কারণ এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
Next Post Previous Post