গণধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সিলেটের টিলাগড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সিলেট প্রতিনিধি :: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নগরীর টিলাগড় পয়েন্টে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে শাহপরাণ (র.) ব্লক এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঘৃণ্য এই ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পূণ্যভূমিকে কলঙ্কিত করেছে। অল্পসংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেয়া যাবে না। আমরা এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান, গণধর্ষণ মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মাধ্যে গ্রেফতার করার জন্য।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লোকমান উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কনা, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কালাম আহমদ, এ এস মুন্না,  কবিরুল ইসলাম কবির, আজির উদ্দিন, তুহিন আহমদ, রশিদুল ইসলাম রাশেদ, শাহ জুনেদ আহমদ, তাজুল ইসলাম লস্কর, শাহীনুর রহমান শাহিন, ইন্জিনিয়ার আলী আশরাফ মামুন, লিটন চৌধুরী, ফারুক আহমদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মশাহিদ আলী, জয়নুল আবেদীন জয়, আব্দুল বাতিন, ফাহিম আহমদ রুকন, মারুফ আহমদ, তানভির হাসান, ফয়সল আহমদ, ফাহিম আহমদ, আলম, দুলাল আহমদ, আবুল হাসান প্রমুখ।
Next Post Previous Post