সিলেটে ভিলেজ ডাক্তার কমিউনিটি (ভিডিসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সারাদেশের গ্রাম ডাক্তারদের ঐক্যবদ্ধ করে তাদের দাবী আদায়ের লক্ষে সিলেট বিভাগের সকল পল্লী চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রাথমিক চিকিৎসক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভিলেজ ডাক্তার কমিউনিটি (ভিডিসি) সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভা আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় নুরজাহান হাসপাতাল দরগাগেইট, সিলেট এর হলরুমে অনুষ্টিত হয়।
সিলেট সরকারী ইউনানী-আয়ূর্বেদিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও ডাঃ বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রান ডেভোলাপমেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারী ডাঃ গাউসুল আজম, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডাঃ নাসিম আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন ডাঃ আনম রুস্তম আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রান ডেভোলাপম্যান্ট সোসাইটির পরিচালক ডাঃ মোঃ সাফিনুর রহমান, কোষাধক্ষ্য রেজাউল করীম রেজা, ডাঃ আলী আহমদ, ডাঃ আব্দুল জব্বার রাজু, ডাঃ হযরত আলী, ডাঃ মুজাহিদ মিয়া, ডাঃ মোঃ মজিবুর রহমান, ডাঃ মোস্তফা আহমদ আজাদ, ডাঃ মোঃ জালাল উদ্দিন, ডাঃসুরঞ্জিত দাশ, ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শহীদুল আলম, গীতা পাঠ করেন দিপন বিশ্বাস। উক্ত মতবিনিময় সভায় পল্লী চিকিৎসক অধিকার আদায়ে ১৩টি প্রস্তাবনা পেশ করেন মুহা. হযরত আলী।