রাজাপুরের কাঠিপাড়া শান্তিপূর্ণ ওয়ার্ড উপ-নির্বাচনে বেসরকারিভাবে বুলবুল মেম্বর নির্বাচিত
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৯নং কাঠিপাড়া ওয়ার্ড উপ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটারদের সরব উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬৬ পেয়ে ভোট পেয়ে মোরগ প্রতিকের প্রার্থী বুলবুল আহমেদ ৭৬ ভোটে ্িবজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী তালা প্রতিকের প্রার্থী আবুল হোসেন বাবুল তালুকদার পেয়েছেন ২৯০ ভোট পেয়েছেন। ভোট নস্ট হয়েছে ৮টি। কাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি বুথে ভোট গ্রহন করা হয়। ভোটকেন্দ্রে প্রথম প্রথম প্রহরে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়। বিকেলের দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। শতবর্ষী বৃদ্ধ ও শিশু সন্তানকে নিয়েও ভোটাররা এসেছেন যোগ্য প্রার্থীকে ভোট দিতে। র্যাব ও পুলিশ ও ডিবির উপস্থিতিতে শান্তি পুর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আনোয়ার হোসেন’র মৃত্যুতে ওয়ার্ডটিতে পদশুন্য হয়। এ কেন্দ্রে মোট ৯৫৯জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৬৪ জনে। এরমধ্যে পুরুষ ৪৮৯ জনে ৩৩৫ এবং মহিলা ৪৭০ জন ৩২৯ জনে ভোট দিয়েছেন। বায়োজ্যষ্ঠ আব্দুস সত্তার, আমেনা বেগম জানান, ভোট দিতে আসতে অনেক কস্ট হয়েছে। এভোট জীবনের শেষ ভোটও হতে পারে। ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা। ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ওসি শহিদুল ইসলাম ও ওসি তদন্ত আবুল কালামসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সুষ্ট এবং উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন বয়সের ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন।