বগুড়া জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ কর্তৃক প্রদত্ত ফুটবল বিতরন

স্টাফ রিপোর্টার : বগুড়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ কর্তৃক প্রদত্ত ফুটবল বিতরন করা হয়।
শুক্রবার বিকালে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কানার সমাজ কল্যাণ সংঘ ও চকদূর্গা অর্জন ক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধান অতিথি হিসাবে ফুটবল তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মমিনুর ইসলাম রকি।
এ সময় তিনি বলেন, মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করা দরকার,একমাত্র খেলাধূলায় পারে যুব সমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ইব্রাহিম, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চকদূর্গা অর্জন ক্লাবের সভাপতি মোহন ব্যাপারী,সাধারণ শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠন, কানার সমাজ কল্যাণ সংঘের সভাপতি মিরন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্জন কাদের সহ দুইটি ক্লাবের সকল সদস্যবৃন্দ।
Next Post Previous Post