বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুুগ্ম সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সদস্য আবদুল হাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিআর মামলায় (১৮৩/১৮ইং) ওয়ারেন্ট ইস্যু হওয়ায় গ্রেফতার করা হয় তাকে। তিনি উপজেলার রাজনগর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হবে।
Next Post Previous Post