হাকিমপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে তালের বীজ রোপনের উদ্বোধন
আনোয়ার হোসেন বুলু, হিলি থেকে : দিনাজপুরের হাকিমপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা পেতে তালগাছের বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় হিলির গোহাড়া-রাঙামাটি সড়কে জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা এই কার্যক্রমের উদ্বোধন করেন। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় একযোগে ১৩ হাজার ৫শ তালের বীজ রোপনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম,পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।