বিষমুক্ত সবজি সরবরাহ করত ঝিনাইদহ লাকজ বাজারর আউটলট উদ্বাধন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি আশরাফুল আলম : কষকদর উৎপাদিত সবজির ন্যায্য মুল্য নিশ্চিত করত ও ভাক্তাদর নিরাপদ, বিষমুক্ত সবজি সরবরাহ করত ঝিনাইদহ লাকজ বাজারর আউটলট উদ্বাধন করা হয়ছ। বহস্পতিবার দুপুর শহরর পুরাতন হাটখালায় ফিতা কট আউলটর উদ্বাধন করন পর ময়র সাইদুল করিম মিটু। এসময় ¯ানীয় ব্যবসায়ীসহ নানা শ্রণী পশার মানুষ উপ¯িত ছিলন।
আয়াজকরা জানান, উনয়ন ধারা ও স্বাধীন কষক সংগঠন নামর ২ সংগঠন তাদর প্রশিক্ষিত কষকদর মাধ্যম বিষমুক্ত উপায় উৎপাদিত সবজি এখান বাজারমুল্যই বিক্রি করব। জব পদ্ধতিত উৎপাদিত সবজি ছাড়াও এখান পাওয়া যাব হাত ভাজা খই, মুড়ি, সমাই, ডাল, ঘানিত ভাঙ্গানা সরিষার তল, গরুর খাটি দুধসহ নানা উপকরণ। প্রতিদিন সকাল থক রাত অবধি চলব বচা-কনা।
Next Post Previous Post