মহেশপুরে কাজিরবেড় ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
আশরাফুল আলম(ঝিনাইদহ- স্টাফ রিপোর্টার) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ শে সেপ্টেম্বর বিকালে কাজিরবেড় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুজ্জামান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম (সাজ্জাদ),উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন আহাম্মদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান (লিটন), সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন সহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এম. সেলিম রেজা।