আত্রাইয়ে আ’লীগে নতুন মেরুকরণ,হেলালের কাছে নেতাদের ভীড়

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আ’লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। হেলালের কাছে আ”লীগ নেতাদের ভীড় দীর্ঘ সময় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলে পাল্টে যেতে শুরু করে রাজনীতির হিসাব-নিকাস। শুরু হয় মিস্টি বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন, ফেসবুকে নিজস্ব প্রোফাইলের ছবি পরিবর্তন, ঘরের আলো নিভিয়ে শোক পালন ও মানববন্ধন। সরেজমিনে গিয়ে জানা যায়,নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচনে আ’লীগ সাধারণ সম্পাদক কর্তৃক দলীয় প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষনার এক ঘন্টার মধ্যে আত্রাই উপজেলা আ’লীগ অফিসে মিস্টি বিতরন করা হয়। মুহুর্তের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসময় বিগত এমপির সময়ে সুবিধা বঞ্চিত বা অভিমানে দুরে থাকা নেতাকর্মীরা ফেসবুক ট্যাটাসে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন। জানান দিয়ে তারা বলেন অশুভ রাজনীতির মৃত্যু ঘটিয়ে প্রকৃত রাজনীতির ঘড়ে রাজনীতি ফিরার পথ সুগম করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। আবার কেহ কেহ বিজয় চিহ্ন ভি দেখিয়ে ছবি আপলোড করে ফেসবুকে ছেড়ে আনন্দ উল্লাস করেন। অপরদিকে দীর্ঘ ১২ বছর সুবিধায় থাকা নেতা-কর্মীরা কেহ কেহ তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে রাখা প্রয়াত এমপির ছবি সরিয়ে ফেলে। কেউ কেউ এমপির সাথে ছবি তুলে নিজে উঁচু দরের নেতা মনে করত তারাই ভোল পাল্টে ফেলেছে। জানাচ্ছে শুভেচ্ছা। আবার কেহ কেহ অনিচ্ছা থাকা সত্ত্বেও ঘোষিত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে লোকালয়ের আঁড়ালে চলে যান। একেবারে মেনে নিতে না পারা কিছু নেতা-কর্মী ঘরের আলো নিভিয়ে শোক পালনের অভিযোগ রয়েছে। এদিকে গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়ন প্রত্যাশি নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের নেতৃত্বে আর কোন দাবি নাই ওমর ফারুক সুমনের নৌকা চাই দাবিতে আহসানগঞ্জ স্টেশন এলাকায় আত্রাই-রাণীনগর এর শান্তিকামী জনগনের ব্যানারে মানববন্ধন করা হয়। কথা হয় পাঁচুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ছামছুল প্রামানিকের সাথে। তিনি জানান, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির রাজনীতি করি। তিনি (প্রধানমন্ত্রী) যাকে নৌকা মার্কা দিয়েছেন তার পক্ষে কাজ করে বিজয়ের মালা পড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালি করবো।

Next Post Previous Post