মাদারীপুরে ২১ টি প্রতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

নাবিলা ওয়ালিজা মাদারীপুর : মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মাদারীপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২১ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলা পরিসদের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত কালে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব রিপন কান্ডি ঘোষ,মাদারীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তপন মজুমদার,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তুষার ভুইয়া।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, খামার ব্যবস্থাপক, মৎস্য বীজ উৎপাদন খামার, মাদারীপুর সদর, উপজেলা বিআরডিবি অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,সহকারী প্রোগ্রামার, সাংবাদিক বৃন্দ, উপজেলার সুধীবৃন্দ, উপজেলা ও জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Next Post Previous Post