গোলাপগঞ্জে ইয়াবা সহ ৩জন গ্রেপ্তার, মটরসাইকেল জব্দ

কামরুল ইসলাম শিপু,গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ৫২পিস ইয়াবা সহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। বুধবার রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউপির লক্ষনাবন্দ উত্তরগাঁও থেকে তাদের গ্রেপ্ততার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর লক্ষনাবন্দ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন(৩৮), মৃত আব্দুল মন্নানের ছেলে জুবায়ের আহমদ (২৫) ও নিজ ফুলসাইন্দ গ্রামের মুকিত আলীর ছেলে জালাল উদ্দিন মুনিম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে আলতাফ হোসেনের মুদি দোকানে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তাৎক্ষণিক থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Next Post Previous Post