আত্রাইয়ে সজিব আজও ফিরেনি, অপেক্ষায় বৃদ্ধা নানী

আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের লঘিপুর ( বান্দাইখাড়া) গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি সজিব হারিয়ে গেছে ৪ বছর আগে। বাপ-মা হারা নানীর কাছে কোলে পিঠে মানুষ। বড় আদরের এক মাত্র নাতি সজীব। তার অপেক্ষায় কাঁদতে কাঁদতে চোখে জল শুকিয়ে অন্ধ হয়েছে বৃদ্ধা নানী সুফিয়া বিবির। এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ থেকে প্রায় ৪ বছর আগের কথা। সজিবের বয়স যখন ১১ বছর। প্রতিদিনের মত গ্রামের ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করত। ঘটনার দিন সন্ধা ঘনিয়ে এলেও সজিব ঘরে ফিরে আসেনি। এলাকার মানুষের সহায়তা নিয়ে অনেক খোঁজাখুজির করে পাওয়া যায়নি। তাই বৃদ্ধা নানী সুফিয়া বিবি অপেক্ষা করতে করতে ৪ বছর পার হয়ে গেল । অন্ধ নানী আজও ডেকে ফিরে সজিব রে ফিরে আয়, ফিরে আয়। বাড়ি কাছে কেউ গেলই জিজ্ঞেস করে আমার সজীবকে দেখছো? হঠাৎ একদিন খবর পাওয়া যায়, ভারতীয় লেখক সুরুজ দাসের ফেসবুক ট্যাটাসে সজিবের ছবি, সুরুজ দাস তার ফেসবুকে লিখেছে সজিব মানষিক ভারসাম্য হীন এক বালক। ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে মানসিক শিশু সদনে রেখেছে। তিনি আরো লিখেছেন মানব পাচারকারী চক্রে তাকে ভারতে নিয়ে বিক্রয় করেছে। কথা হয় উপজেলা মানবাধিকার কর্মীদের সাথে। তারা বলেন, সজিবের বিষয়ে সুরুজ দাসের সাথে যোগাযোগের চেষ্টা করছি। প্রয়োজনে ইন্ডিয়ান পুলিশের কাছে আবেদন করব । দীর্ঘ ৪ বছর পার হলোও সজিবের দুখিনী নানীর অপেক্ষা শেষ হচ্ছে না । দুখিনী নানী ও এলাকার মানুষের আশা সজিব ফিরে আসুক সরকারি ভাবে চেষ্টা করা হোক এমনটা প্রত্যাশা সকলের।
Next Post Previous Post