মিঠাপুকুরে উদ্বোধন হতে যাচ্ছে আমার মা ফাউন্ডেশন ক্রীড়া একাডেমী

আমার মা ফাউন্ডেশন ক্রীড়া একাডেমী (মিঠাপুকুর ব্রাঞ্চ) এর শুভ উদ্বোধন  ও প্রীতি ফুটবল ম্যাচঃ    আগামী ১৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমার মা ফাউন্ডেশন মিঠাপুকুর এর ক্রীড়া একাডেমীর শুভ উদ্বোধন এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে যাচ্ছে “আমার মা ফাউন্ডেশন”।    ” আমার মা ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক  মুরাদ খান জানিয়েছেন,  ক্রীড়া কার্যক্রমের মান বৃদ্ধি ও প্রসারের সাথে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, শিশু কিশোরদের অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সকল ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে “আমার মা ফাউন্ডেশন ক্রীড়া একাডেমী”।   এ বিষয়ে আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান বলেন,ক্রীড়া শিক্ষা মানুষের শরীর ও মনন গঠনে সর্বোচ্চ সুবিধা প্রদান করে থাকে। আমার মা ফাউন্ডেশনের   মিঠাপুকুরে ক্রীড়া একাডেমী চালু হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ অঞ্চলে খেলা ধূলার ক্ষেত্রে আমার মা ফাউন্ডেশন ক্রীড়া একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখবে।
Next Post Previous Post