হাকিমপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ”আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসম সকল স্কুল, কলেজের ছাত্রীরা সহ অনেক শিশুদের অভিভাবগ উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে ।