হাজী আব্দুল ওয়াদুদ-এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল ওয়াদুদ (৭০) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছালেহ আহমদ খাঁন এমবিই, ব্যবসায়ী ও সমাজসেবী হাজী তমজ্জুল আলী তুতা মিয়া, লেখক ও গবেষক ফারুক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম, কমিউনিটি নেতা হেলিম আহমদ, ওয়াহাব প্লাজার স্বত্ত্বাধিকারী হাজী হোসেন আহমদ, সমাজসেবী মাওলানা হাজী শওকত আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন লুৎফুর রহমান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সিলেট জেলা পরিষদের সদস্য সায়্যিদ আহমদ সুয়েদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম লস্কর আলম, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, বিশিষ্ট ব্যাংকার শওকতুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়াম্যান আশফাক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেটের সাধারন সম্পাদক ডা. আক্তার হোসেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ওয়েছুর রহমান, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেটের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা রুমেল সিরাজ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছাদেক আহমদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন, রাজনীতিবিদ সায়েদ আহমদ সাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের পরিক্ষিত সৈনিক হাজী আব্দুল ওয়াদুদ (৭০) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩:৩০মিনিটের সময় চৌঘরীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………… রাজিউন)। ঔদিন বিকেল ৫-৩০ মিনিটে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বরুনার পীর মাওলানা রশিদুর রহমান ফারুকের পুত্র মাওলানা ছাদ আহমদ আমীন।