কাহালুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : “তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” এবং “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মিলে” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস/২০২০ইং পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা মরিয়র খাতুন, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।