বিমুগ্ধ ঝড়ের রাতে

নূর এ সিকতা :
প্রচণ্ড রোদে তপ্ত দুপুরে,
এক আকাশ নীলে যদি
হৃদয় ছুঁয়ে যায় মুগ্ধ হাসি দিয়ে।
যদি শীতের শেষে কোন
এক জ্যোৎস্নাস্নাত রাতে
হেঁটে যেতে চাও রূপালী
আলো -আঁধারির মেঠোপথ বেয়ে,
তবে চলে এসো নিজে।
ভালো লাগার কিছু বিমূর্ত
আকর্ষণের হাতছানি আর
অন্ধকার রাতে চাঁদ খুঁজে পেলে
নিস্তব্ধ উঠানে দু’হাত ভরে ভিজবে
সুখের উল্লাসে রূপালী আলোতে
বিমুগ্ধ সেই রাতে।
যদি স্নিগ্ধ ভোরে সবুজ ঘাসে
শিশির জলে পা দু’টো ভিজিয়ে
মনের খেয়ালে পথ ভুলে দূরে অচেনা
গায়ে হারিয়ে যেতে চাও,
তবে চলে এসো, শহরের ইট-পাথর ছেড়ে।
যদি শুকনো পাতার মর্মর ধ্বণিতে,
দুপুরে তপ্ত দাহে,
রাতের রূপালী চাঁদ-তারাতে
কালো মেঘের বুক বেয়ে নেমে আসা
দাপুটে বৃষ্টিতে জীবন খুঁজে পাও,
তবে চলে এসো, মিথ্যে শানশওকত ছেড়ে।
যদি ভালো লাগে, ভালোবাসো
তবে চলে এসো সব লাভ-ক্ষতি ভুলে
এই সুখের বিমুগ্ধ ঝড়ের রাতে।

Next Post Previous Post