রাস্তা সংস্কারের দাবিতে মীরগঞ্জ গণদাবি পরিষদের পথসভা অনুষ্ঠিত

মীরগঞ্জ গণদাবি পরিষদের সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবী মিনহাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান।
হাফিজ আবু সুফিয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, ইউপি সদস্য মনজ্জির আলী, গণদাবি পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ।
উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা শামছুল হক, বিশিষ্ট মুরব্বি সারো মিয়া, সিরাজ উদ্দিন, মতিন মিয়া, ইউপি সদস্য মস্তাক আহমদ।
সভায় বক্তারা ভাদেশ্বর-মীরগঞ্জের ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ দিন থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও বক্তারা মীরগঞ্জ বাজার নদী ভাঙ্গন থেকে রক্ষায় ব্লক স্থাপন, কুশিয়ারা নদীতে মীরগঞ্জ-শরীফগঞ্জ অংশে একটি সেতু নির্মাণের জোর দাবি জানান।