রাজাপুরের মহিলা ভাইস চেয়াম্যানের ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ
রাজাপুর প্রতিনিধি : রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খানের একমাত্র ছেলে স্কুল ছাত্র জোহা খান মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছে। সকালে রাজাপুর-কাঠালিয়া সড়কের উপজেলার আঙ্গারিয়া এলাকায় সে এ দুর্ঘটনার শিকার হয়। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অচেতন অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জোহা’র চেতনা ফিরে এসেছে ও আশঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সকলে জোহা’র জন্য দোয়া করবেন।