ভাল খেলোয়ার হিসাবে গড়ে উঠার জন্য কঠোর অনুশিলন করতে হবে : উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, ভাল খেলোয়ার হিসাবে গড়ে উঠার জন্য কঠোর অনুশিলন করতে হবে। তাহলেই ভাল খেলোয়ার হিসাবে গড়ে উঠা সম্ভব। এ জন্য সকল খেলোয়ারদের উচিৎ নিয়মিত অনুশিলন করা। দেশের সুনাম অর্জন করার জন্য ভাল খেলার মাধ্যমে তা অর্জন করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার জন্য আমি সর্বদায় পাশে থাকব।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন, ছায়াটেড ইন্টারন্যাশনালের এম ডি মোফাস্সার আহম্মেদ লিটন। রংপুর বিভাগের সাবেক যুগ্ম-পরিচালক আলহাজ্ব আসাদুর রহমান নান্নুর সভাপতিত্বে বাঘোপাড়া যুব ক্রীড়া সংঘের উদ্যোগে শুক্রবার বিকেলে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পুন্ড্র ইউনিভার্সিটি মাঠে বাঘোপাড়া ৮ নং ওয়ার্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন। ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজুর পরিচালনায় বারপুর শিমু প্লাষ্টিক ৩-০ গোলে মহাস্থান বিপুল ফুটবল একাদ্বশকে পরাজিত করে জয়লাভ করে।

Next Post Previous Post