দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ

মো: মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : করোনা দুর্যোগকালীন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, নর্দাণ বাংলাদেশ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ কার্যক্রম।
১৯ আগষ্ট, ২০২০ বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় চলমান কোভিড-১৯ এর দ্বারা ক্ষতিগ্রস্হ ২০টি দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মাঝে হাত ধোঁয়ার সরঞ্জাম ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এর দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ক্লাস্টারের এপিসি ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এইচ. এম. মাগ্‌ফুরুল হাসান আব্বাসী।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপকরণ ব্যবহারবিধি সম্পর্কে বিশদ আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার যোহন মুরমু। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিনো দাস সহ অন্যরা।
আলোচনা শেষে করোনা দূর্গতদের সাহায্যার্থে হাত ধোঁয়ার যন্ত্র ও স্বাস্থ্যবিধি উপকরণ – ঢাকনা ও কলসহ প্লাস্টিকের বালতী (২০ লিঃ) ১টি, প্লাস্টিকের গামলা (২০ লিঃ) ১টি, সাবান দানি ১সেট, গোসলের সাবান (১২৫ গ্রাম) ৫টি, কাপড় কাঁচা গুড়া সাবান (৫০০ গ্রাম) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন (১০টির প্যা.) ২ প্যাকেট, কাপড়ের তৈরি মাস্ক ১০টি। এসব উপকরণ অনুষ্ঠানে বিতরণ করা হয়।
Next Post Previous Post