দিনাজপুরে ইসলামিক রিসার্চ সেন্টার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি

১৪ আগষ্ট, ২০২০ শুক্রবার জুমার নামাজের পূর্বে ইসলামিক রিসার্চ সেন্টারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল-বুখারী। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টারের সেক্রেটারী সৈয়দ খোশনুদ আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস, এম শামীম আলম সরকার বাবু সহ অসংখ্য মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জুম্মার নামাজের শেষে ইসলামিক রিসার্চ সেন্টার এর কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন এর ফলক উন্মোচন করেন প্রধান অতিথি এবং দো’য়া কামনা করা হয়।