ফুলবাড়ীতে ১৩টি উপজেলার আদিবাসীদেরকে নিয়ে ধর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার বেসরকারি সংস্থা বেসিক এনজিওর কার্যালয়ে দিনাজপুরের ১৩টি উপজেলার আদিবাসীদেরকে নিয়ে ধর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এর আহব্বায়ক চুন্নু টুডু। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার বেসিক সংস্থার কার্যালয়ে সারি-সারণা গাঁওতা ধর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন বেসিক সংস্থা।
এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী আদিবাসী ছাত্রনেতা রাজেন মার্ডী, পার্বতীপুর ছাত্রনেতা একরাম টুডু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রনেতা সাগর টুডু, কাহারোল উপজেরার সারি-সারণা গাঁওতা নেতা সুনিল হাঁসদা, চিরিরবন্দর উপজেলার সাবিনা হেমব্রম, বিরামপুর উপজেলার বাবুরাম মার্ডী প্রমুখ।
আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২০ এর তালিকা এবং বৌদ্ধ মন্দির ও গির্জার সংখ্যা সরকারি হিসাবে লিপিবদ্ধ হলেও ধর্ম বিষয়ে আদিবাসীদের তালিকা লিপিবদ্ধ না করায় বর্তমান সরকারের কাছে আগামীতে তাদের তালিকা লিপিবদ্ধ করার জন্য দিনাজপুরের ১৩টি উপজেলার সারি-সারণা গাঁওতা এর সকল নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন।