বিশ্বনাথে সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানাযায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৮ মাসের সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং ১৪৭/১৪। আদালত ওই মামলায় তাকে ৮মাসের সাঁজা ও ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।