ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউপির শ্রীমন্তকাঠি সাইক্লোন সেলটারে সুর ও সংগীত একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) বিকাল ৫টায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মনিচাঁদ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ,বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ নেতা মো.কাওছার হোসেন মায়েজ,সুর ও সংগীত একাডেমির পরিচালক ও সংগীত শিক্ষক মো.ফারুক হোসেন,তবলায় সুমন দাস ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে শিশু শিল্পীরা বঙ্গবন্ধু ও নূরুল আমিন খান সুরুজের নামে দেশত্ববোধক গান পরিবেশন করেন। এ সময় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ শিশু শিল্পীদের উদ্দেশ্য বলেন,শিশুরা শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষার দিকে মনোযোগী হলে তারা সব ধরনের খারাপ কাজ থেকে দুরে থাকবে। তাই তিনি সংগীত শিক্ষা নেওয়ার জন্য একটি প্যাট ড্রাম দেওয়ার ঘোষণা করেন ও এই সংগঠনের ও শিশুদের সংগীত শিক্ষার প্রয়োজনে সার্বিক সহযোগীতা করারও ঘোষনা দেন।

Next Post Previous Post