জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঞ্চিত ও শোষিত বাঙালির মুক্তির জন্য লড়াই করে গেছেন
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু জীবন আদর্শ ও মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্বদান নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুজ্জামানের পরিচালনা ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু র’ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাজ্জাক, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, সদস্য রফিক সরকার, ৬ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক সুলেমান সিকদার, সুলতান মাহমুদ, ইব্রাহিম খাঁন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দিলিপ শর্মা, অরুণ গোসাই, পরিষদের হিসাব রক্ষক আবু হানিফ, ইউপি সদস্য মোঃ আব্দুল কাদির, সালমা বেগম, রাবিয়া আক্তার খুকি, মোঃ আবুল হাসনাত, আতাউর রহমান আতাই, মোঃ শাহ আলম, মোঃ জিলানী, সয়েন বুনার্জী, ইব্রাহিম মিয়া প্রমুখ। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহদতবার্ষিকী আলোচনা সভায় লুৎফুর রহমান লেবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত বাঙ্গালির নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বঞ্চিত ও শোষিত বাঙালির জাতির মুক্তির জন্য। বাঙালির জাতির অধিকারের কথা ভেবেই জীবনের ১৭টি বছর কারাগারে কাটিয়েছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। শোষিত মানুষের মুক্তি আনতে জাতির পিতা বঙ্গবন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।