বিশ্বাস, সংশয় ও দ্বন্দ্ব

তেমন করে ভাবিনি, হে যুবক? তোমাকে নিয়ে, আমি। আমার, আমিকে ঘিরেই দোদুল্যমান আমি।
বিশ্বাস, সংশয় ও দ্বন্দ্বের চাকায় পিষ্ট হয়েই, শিখা চিরন্তনের মত আগুনে ভস্ম করে একটা কবিতার জন্ম তীব্র অভিমানে ।
তেমন করে ভাবিনা, হে যুবক? তোমার মত করে, আমার আমিকে। যত সহজ ভাবে সব সময় তোমার আকাশে উঠে একসাথে দুই, দুটো চাঁদ।
অতঃপর সন্ধ্যা নামার আগে দূর থেকে দূরে অচেনা কোন এক শহরে আমাদের দাবীর শিকড়হীন বৃক্ষগুলো বিশ্বাস-অবিশ্বাসে মরে।
তেমন করে ভাবিনি, হে যুবক? যেমন করে তুমি ভাবলে। চলার পথের সূর্যটাকে অবহেলার পাহাড়ে আড়াল করে মোমের আলো জ্বালিয়ে দেখতে।
হে, যুবক – তেমন করে ভাবিনি আমি নিজেকে বদলাতে অনেকের কাছে মরে গিয়ে বিশ্বাস, সংশয় আর দ্বন্দ্বের কারণে আমার, আমিকে নতুন জন্ম দিতে হবে।
Next Post Previous Post