এক ফিনিক্স পাখি

স্বপ্না কুমার
বলতে পারো?
মনের কতটা গহীন গাঙে ডুব দিলে
ভালোবাসার সাক্ষাৎ হয়..?
বলতে পারো..
কতটা যন্ত্রণা সইতে পারলে তবেই
কবিতার কুঁড়ির জন্ম হয় ..?
পারো বলতে….
আর কতটা দূরে গেলে…
দূরত্বের হয় ক্ষয়…..??
মনযুদ্ধের চক্রব্যূহে ঢুকে ..
আমি আজ নিরস্ত্র অভিমন্যু।
রাশি রাশি ত্যাগের পাহাড়,
কড়িকাঠে ব্যর্থতার দিন গুনে ক্লান্ত।
বিরহিনী যক্ষপত্নীর ক্রন্দনে
অন্তর আমার ভারাক্রান্ত।
জানো,মাঝে মাঝে লাগে বড় অসহায়…
কবিতারা যখন চিৎকার করে-
নিজের অস্তিত্বের জানান দিতে চায়।
পারি না যখন তাদের ভূমিষ্ঠ করতে,
ছটফট করি গর্ভ যন্ত্রনায়।
বলতে পারো…..
কতটা বিসর্জিত হলে তবেই
আত্মারা মুক্তি পায় কবিতায়…,??

Next Post Previous Post