রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকালে মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় চারতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম শ্রী পলক কুমার (২২)। তার বাবার নাম শ্রী টুটুল। তার বাড়ি ষষ্ঠীতলা মোহল্লায়। এলাকাবাসি জানান,পলক বিকল সাড়ে ৩টার দিকে,ঘুড়ি নিয়ে চারতলার ছাদে ওড়াতে যায়। এবং হঠাৎ ছাদ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পলককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ঘটনাটি শুনেছি। এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

Next Post Previous Post