জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কাহালুতে পোনা মাছ অবমুক্তকরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : “ মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বগুড়ার কাহালু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ চত্বর পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২০ইং উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
উক্ত পোনা মাছ অবমুক্তকরণ করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার, সহকারি মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ ক্ষেত্র সহকারিবৃন্দ ও মৎস্য চাষীবৃন্দ। মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।