বগুড়া সিআইডি পুলিশের হাতে গোকুলে বিএনপিনেতা আপেল হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

এস আই সুমন,স্টাফ রিপোর্টার : বগুড়ার গোকুল বিএনপিকর্মী আপেল মাহমুদ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২০ জুলাই) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে প্রধান আসামী রাব্বী ও রবিনকে গ্রেফতার করে। রাব্বী মহাস্থান মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রবিন একই এলাকার মজনু মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে সহকারী পুলিশ সুপার (সিআইডি বগুড়া) হাসান শামীম ইকবাল জানান, গত ২০ ফেব্রুয়ারী আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আপেল মাহমুদ নিহত হয় ও তার বড় ভাই আল মামুনকে কুপিয়ে জখম করে দুই হাতের কব্জি কেটে নেওয়া হয়।
ঘটনার পরের দিন নিহত আপেল মাহমুদের ভাতিজা আফিজুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানার মামলা (নং ৭৫)দায়ের করে। মামলাটি অধিগ্রহণ করে তদন্ত কাজ শুরু করেন বগুড়া (সিআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে এসআই কেএম মাসুদ রানার নেতৃত্বে সিআইডি বগুড়ার একটি টিম অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে। সিআইডি বগুড়ার এসআই কেএম মাসুদ রানা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মহাস্থানের অদুরে চন্ডিহারা খুলাকাঁথী মোড়ে একটি লিচুবাগানে আপেল মাহমুদকে ছুরিকাঘাত করা হয়। নিহত আপেল মাহমুদ গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত, আব্দুল মান্নান ওরফে মান্না কসাইয়ের ছেলে। সে বিএনপির ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক ছিলেন।
Next Post Previous Post