কাহালুতে ইসলামিক ফাউন্ডেশনের ফিন্ড সুপার ভাইজার মাহমুদকে সংবর্ধনা প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে মসজিদের অনুকুলে বগুড়ার কাহালু উপজেলার ৫’শ ৬০টি মসজিদের ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক হস্তান্তর সম্পন্ন করা হয়।

সুষ্ঠু ভাবে চেক হস্তান্তরে কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানকে সার্বিক ভাবে সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

কাহালু উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে চেক হস্তান্তরে সার্বিক ভাবে সহযোগিতা করায় কুধবার ইসলামিক ফাউন্ডেশন কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিস এর কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা প্রদান করেন কাহালুর দূর্গাপুর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মুফতি হাফেজ মাওঃ আবু বকর সিদ্দিক ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুর হাই।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিস এর কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক সেকেন্দার আলী প্রমূখ।

Next Post Previous Post